i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

i

ভাষা, বর্ণ ও ধ্বনি

১ প্রশ্নঃস্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়--
.কার
.ফলা
.ধ্বনি
.স্বর
উত্তরঃ 
২ প্রশ্নঃবাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
.ব্রাসি হ্যালহেড
.রবীন্দ্রনাথ ঠাকুর
.মনোএল-দ্য-আসসুষ্পসাঁও
.কোনটিই নয়
উত্তরঃ 
৩ প্রশ্নঃনিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?
.
.
.
.
.কোনটিই নয়
উত্তরঃ 
৪ প্রশ্নঃবাঙালিদের মধ্যে প্রথম কে ইংরেজি ভাষায় বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?
.ব্রাসি হ্যালহেড
.রবীন্দ্রনাথ ঠাকুর
.সুকুমার সেন
.রাজা রামমোহন রায়
উত্তরঃ 
৫ প্রশ্নঃকোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য আভিজাত্য প্রকাশ পায়?
.কথ্য ভাষায়
.সাধু ভাষায়
.আঞ্চলিক ভাষায়
.চলিত ভাষায়
উত্তরঃ 
৬ প্রশ্নঃপ্রথম বাংলা ব্যাকরণের নাম--
.The Bengali Grammar
.ভোকাবুলারিও এম ইদিওমা--পর্তুগীজ
.The Grammar of the Bengali Language
.সবুজ বাংলা ব্যাকরণ
উত্তরঃ 
৭ প্রশ্নঃবাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা--
.৪৯ টি
.৫১ টি
.৫০ টি
.৪৮ টি
উত্তরঃ 
৮ প্রশ্ন:ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতিককে কি বলে?
.বর্ণ
.ঘোষ
.স্বর
.ব্যঞ্জন
উত্তরঃ 
৯ প্রশ্নঃমনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
.চিত্র
.লেখা
.ভাষা
.ইঙ্গিত
উত্তরঃ 
১০ প্রশ্নঃস্বরসংগতির উদাহরণ কোনটি?
.হইবে > হবে
.রাত্রি > রাইত
.দেশী >দিশি
.জালিয়া > জাইল্যা > জেলে
.কোনটিই নয়
উত্তরঃ 
১১ প্রশ্নঃবর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?
.মান্দারিন
.ফ্রেঞ্চ
.ইংরেজি
.হিন্দি
উত্তরঃ 
১২ প্রশ্নঃইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন কে?
.ব্রাসি হ্যালহেড
.জন বিমস্
.মনোএল-দ্য-আসসুষ্পসাঁও
.উইলিয়াম কেরি
উত্তরঃ 

১৩ প্রশ্নঃকোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
., , ,
., , ,
., , ,
., , ,
উত্তরঃ 
১৪ প্রশ্নঃউইলিয়াম কেরি রচিত ব্যাকরণের নাম কি?
.A Grammar of the Bengal Language
.A Grammar of the English Language
.A Grammar of the Bengali Language
.A Grammar of the Bengal and English Language
উত্তরঃ 

১৫ প্রশ্নঃসাধুভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
.বিতার পংক্তিতে
.গানের কলিতে
.নাটকের সংলাপে
.কোনটিই নয়
উত্তরঃ 
১৬ প্রশ্নঃক থেকে পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয়?
.উষ্মধ্বনি
.পরাশ্রয়ী ধ্বনি
.স্পর্শধ্বনি
.জিহ্বামূলীয় ধ্বনি
উত্তরঃ 
১৭ প্রশ্নঃশব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
.বর্ণ
.ধ্বনি
.শব্দ
.প্রতীক
উত্তরঃ 
১৮ প্রশ্নঃবাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয়?
. ভাগে
. ভাগে
. ভাগে
. ভাগে
উত্তরঃ 
১৯ প্রশ্নঃকোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
.মহাপ্রাণ ধ্বনি
.অল্পপ্রাণ ধ্বনি
.অঘোষধ্বনি
.ঘোষধ্বনি
উত্তরঃ 
২০ Question:. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
a.
মাগধী প্রাকৃত
b.
অর্ধ মাগধী প্রাকৃত
c.
মহারাষ্ট্রীয় প্রাকৃত
d.
গৌড়ীয় প্রাকৃত
Answer: d
২১ প্রশ্নঃবাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণে?
.৩০ টি
.৩১ টি
.২৯ টি
.৩২ টি
উত্তরঃ 
২২ প্রশ্নঃবাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
.
.
.
.
.১০
উত্তরঃ 
২৩ প্রশ্নঃবাংলা বর্ণমলায় অর্ধমাত্রা আছে কয়টিতে?
. টি
. টি
. টি
.১০টি
উত্তরঃ 
২৪ প্রশ্নঃপৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয়?
.তিনটি
.একটি
.দুটি
.চারটি
উত্তরঃ 
২৫ প্রশ্নঃ'গুরুচণ্ডালী দোষ' বলতে বুঝায়--
.সাধু চলিত ভাষার মিশ্রণ
.সাধু আঞ্চলিক ভাষার মিশ্রণ
.বিদেশী দেশী ভাষার মিশ্রণ
.বাংলা ইংরেজি ভাষার মিশ্রণ
উত্তরঃ 
২৬ প্রশ্নঃব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়--
.কার
.ফলা
.ধ্বনি
.স্বর
উত্তরঃ 
২৭ প্রশ্নঃবাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ রয়েছে--
. টি
. টি
.১০ টি
. টি
উত্তরঃ 
২৮ প্রশ্নঃবাংলা ভাষার উৎস কোনটি?
.ইন্দো-এশিয়ান
.ইন্দো-আফ্রিকান
.ইন্দো-ইউরোপিয়ান
.ইন্দো-ভারতীয়
উত্তরঃ 

২৯ প্রশ্নঃবাংলা ভাষার ওপর কোন ভাষার সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হয়?
.ফারসি
.আরবি
.তুর্কি
.ইংরেজি
উত্তরঃ 
৩০ প্রশ্নঃ'গৌড়ীয় ব্যাকরণ'টি রচনা করেছেন কে?
.সুকুমার সেন
.আবদুল হাই
.আজিজুল হক
.রামমোহন রায়
উত্তরঃ 
৩১ প্রশ্নঃসাধু চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয়?
.বিশেষণ ক্রিয়া
.বিশেষ্য বিশেষণ
.বিশেষ্য সর্বনাম
.বিশেষণ সর্বনাম
উত্তরঃ 

৩২ প্রশ্নঃবাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ রয়েছে---
.১১ টি
.৪৯ টি
.৫০ টি
.৩৯ টি
উত্তরঃ 
৩৩ প্রশ্নঃব্যবহারকারীর সংখ্যা বিচারে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম?
.চতুর্থ
.তৃতীয়
.অষ্টম
.পঞ্চম
.সপ্তম
উত্তরঃ 
৩৪ প্রশ্নঃকোনগুলো কণ্ঠধ্বনি?
., , , ,
., , , ,
., , , ,
., , , ,
উত্তরঃ 
৩৫ প্রশ্নঃবর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি ব্যঞ্জনবর্ণ রয়েছে?
. টি
. টি
. টি
. টি

উত্তরঃ 

***পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশলঃ

গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।
শব্দ
গির্জা , চাবি , গুদাম ,আলমারি , আনারস ,
পেঁপে ,পেয়ারা, আলপিন , আলকাতরা,
কেরানি ,কামরা, জানালা, , পেরেক ,
ইস্ত্রি ,ইস্পাত , পিস্তল , বালতি, টুপি , সাবান,
বোতাম ,পুউরুটি , মিস্রি ,পেরেক, ইংরেজ ,নিলাম
ও বেহালা ইত্যাদি ।
কিছু তুর্কি শব্দ মনে রাখার কৌশলঃ
বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায়কুলির লাশ। চাকু হাতে বাবুর্চি তাইদেখে হতবাক।সুলতান মাহমুদ বন্দুকনিয়ে দৌড়ে পালায় ।
শব্দ
*** বাবা, দারোগা, কুলি,
লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর,
মুচলেখা ।
আরবি শব্দ মনে রাখার কৌশল
আরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব,কানুন, দোয়াত,কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও।
আরবি শব্দ :
ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত,জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব,কানুন, দোয়াত,কলম,মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ

মায়ানমার (বর্মি) শব্দ মনে রাখার টেকনিককরলেন।

বর্মিরা লুঙ্গি ফুঙ্গি পছন্দ করে।
*** লুঙ্গি ,ফুঙ্গি ***

পাঞ্জাবি শব্দ মনে রাখার টেকনিক

শিখদের কাছে পাঞ্জাবির চাহিদা অনেক।
দেশি শব্দ মনে রাখার কৌশল
এক গঞ্জের কুড়ি ডাগড় টোপরমাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায়চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায়উঠল।
শব্দ
*** গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর, চোঙ্গা, চুলা,
কুলা, ডাব, ডিংগা, টং ,মাচা ইত্যাদি ।
ফারসি শব্দ
ফরিয়াদি সালিশের জন্য মুনশীর জন্য কাছে নালিশ করতে গেলে বেগম বাদশাহ, জমিদার আসামীকে জরিমানা ও খাজনা দিতে বলল। আফসোস, আলুর আমদানী রপ্তানী কম হওয়ায় বাগান থেকে বস্তা ভরে মরিচ, সবজি, পশম নিয়ে পাইকারী বিক্রেতা চশমা পরা চশমখোরের কারসাজিতে বদমাস জানোয়ার সুজমিয়ার আস্তানাতে নিয়ে গেল।
ফরাসি শব্দ
বুর্জোয়া ইংরেজ ও দিনেমাররা জাহাজে বসে ক্যাফেতে পিজা ও বিস্কুট খেতে খেতে রেস্তোরার পাশে গ্যারেজে ম্যাটিনির রেনেসা দেখবে বলল।
ওলন্দাজ শব্দ মনে রাখার কৌশল
ওলন্দাজরা ইস্কাপন , টেক্কা , তুরুপ , রুইতন , হরতন দিয়ে তাস খেলে
শব্দ
ইস্কাপন , টেক্কা , তুরুপ , রুইতন , হরতন , চিরাতন , ইস্কুল

No comments:

Post a Comment

Thanks for your Comment