প্রশ্নঃচর্যার পদগুলো আবিস্কৃত হয়েছে কোথা থেকে?
- ক.ভারত থেকে
- খ.নেপাল থেকে
- গ.আরাকান থেকে
- ঘ.কাবুল থেকে
উত্তরঃ খ
প্রশ্নঃচর্যাপদে মোট কতজন লেখকের পরিচয় পাওয়া যায়?
- ক.২২ জন
- খ.২৪ জন
- গ.২৬ জন
- ঘ.২৭ জন
উত্তরঃ খ
প্রশ্নঃড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ কত সালের মধ্যে রচিত হয়?
- ক.৬০০ - ১২০০ সাল
- খ.৯০০ - ১২০০ সাল
- গ.৯৫০ - ১২০০ সাল
- ঘ.১০০০ - ১২০০ সাল
উত্তরঃ গ
প্রশ্নঃকত সালে চর্যাপদ আবিস্কৃত হয়?
- ক.১৩১৬ সালে
- খ.১৯০৭ সালে
- গ.১৯০৯ সালে
- ঘ.১৯১৬ সালে
উত্তরঃ b
প্রশ্নঃ১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' কর্তৃক চর্যাপদ গ্রন্থটি কি নামে প্রথম প্রকাশিত হয়?
- ক.চর্যাচর্যবিনিশ্চয়
- খ.দোহাকোষ
- গ.চর্যাগীতিকা
- ঘ.হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উত্তরঃ ঘ
প্রশ্নঃবাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
- ক.চর্যাপদ
- খ.ডাকার্ণব
- গ.শ্রীকৃষ্ণকীর্তন
- ঘ.গীতগোবিন্দ
উত্তরঃ ক
প্রশ্নঃচর্যাপদের কোন রচয়িতা বাঙালি ছিলেন?
- ক.কাহ্নপা
- খ.ভুসুকুপা
- গ.শবরপা
- ঘ.সরহপা
উত্তরঃ গ
প্রশ্নঃহরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
- ক.১৯১৩ সালে
- খ.১৯১৪ সালে
- গ.১৯১৫ সালে
- ঘ.১৯১৬ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ'আপনা মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
- ক.লোকসাহিত্য
- খ.ব্রজবুলি
- গ.চর্যাপদ
- ঘ.বৈষ্ণব গীতিকা
উত্তরঃ গ
প্রশ্নঃচর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টীকাকার কে?
- ক.হরপ্রসাদ শাস্ত্রী
- খ.মুনিদত্ত
- গ.সুনীতিকুমার
- ঘ.বিদ্যাপতি
উত্তরঃ খ
প্রশ্নঃচর্যাপদের কত নম্বর পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যাত হয়নি?
- ক.১১ নং
- খ.২৪ নং
- গ.২৫ নং
- ঘ.২৩ নং
উত্তরঃ ক
প্রশ্নঃকোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছে বলে জানা যায়?
- ক.পাল আমলে
- খ.সেন আমলে
- গ.খিলজী আমলে
- ঘ.মুঘল আমলে
উত্তরঃ ক
প্রশ্নঃচর্যাপদে সমাজের কোন শ্রেণীর প্রসঙ্গ আলোচিত হয়েছে?
- ক.উচ্চ বর্ণ
- খ.অন্ত্যজ শ্রেণী
- গ.ধনীক শ্রেণী
- ঘ.সব শ্রেণী
উত্তরঃ খ
প্রশ্নঃ'টালত মোর ঘর নাহি পড়বেশী, হাড়ীত ভাত নাহি নিতি আবেশী।' চর্যাপদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে?
- ক.প্রতিবেশীর প্রতি ভালোবাসা
- খ.আত্মীয়ের প্রতি ভালোবাসা
- গ.দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র
- ঘ.বন্ধুর প্রতি ভালোবাসা
উত্তরঃ গ
প্রশ্নঃচর্যার ভাষা সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন--
- ক.ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- খ.ড. দীনেশচন্দ্র সেন
- গ.ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
- ঘ.আশুতোষ ভট্টাচার্য
উত্তরঃ গ
প্রশ্নঃবৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?
- ক.মহাযানী
- খ.সহজযানী
- গ.হীনযানী
- ঘ.বজ্রযানী
উত্তরঃ খ
প্রশ্নঃবাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন-
- ক.ভানুসিংহের পদাবলী
- খ.আলালের ঘরের দুলাল
- গ.চর্যাপদ
- ঘ.চণ্ডীপাঠ
- ঙ.ইউসুফ-জোলেখা
উত্তরঃ গ
প্রশ্নঃচর্যাপদের সবচেয়ে বেশি পদ রচয়িতা কাহ্নপা বিরিচিত পদের সংখ্যা কতটি?
- ক.১১ টি
- খ.১২ টি
- গ.১৩ টি
- ঘ.১৪ টি
উত্তরঃ গ
প্রশ্নঃজয়দেব কোন রাজার সভাকবি ছিলেন?
- ক.রাজা লক্ষণ সেনের
- খ.রাজা গুপ্তচন্দ্রের
- গ.রাজা চন্দ্রগুপ্তের
- ঘ.রাজা প্রতাপাদিত্যের
উত্তরঃ ক
প্রশ্নঃচর্যাপদের ভাষায় কোন অঞ্চলের ভাষার নমুনা পরিলক্ষিত হয়?
- ক.নেপালের কথ্যভাষা
- খ.পূর্ববাংলার কথ্যভাষা
- c. পশ্চিম বাংলার প্রাচীন কথ্যভাষা
- ঘ.বেদের কথ্যরীতি
উত্তরঃ গ
প্রশ্নঃ'পজঝটিকা' কি?
- ক.একটি পাখির নাম
- খ.গানের একটি তাল
- গ.চর্যার একজন পদকর্তা
- ঘ.সংস্কৃত ছন্দ
উত্তরঃ ঘ
প্রশ্নঃচর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে?
- ক.কাহ্নপা
- খ.লুইপা
- গ.কুক্কুরীপা
- ঘ.সরহপা
উত্তরঃ ক
প্রশ্নঃচর্যাপদের মোট কতটি পদ পাওয়া গেছে?
- ক.৫০ টি
- খ.৫১ টি
- গ.৪৬ ১/২ টি
- ঘ.৪৭ ১/২ টি
উত্তরঃ গ
প্রশ্নঃচর্যাপদে কোন ধর্মের তত্ত্বকথা বিধৃত হয়েছে?
- ক.ইসলাম
- খ.হিন্দু
- গ.বৌদ্ধ
- ঘ.খ্রিস্টান
উত্তরঃ গ
প্রশ্নঃচর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে?
- ক.কাহ্নপা
- খ.লুইপা
- গ.ভুসুকুপা
- ঘ.সরহপা
উত্তরঃ খ
প্রশ্নঃবাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি?
- ক.৯০০ - ১২০০ সাল
- খ.৬৫০ - ১২০০ সাল
- গ.৭০০ - ১১৫০ সাল
- ঘ.১২০০ - ১৩৫০ সাল
উত্তরঃ খ
প্রশ্নঃহরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যার ভাষা ছিল--
- ক.সন্ধ্যা ভাষা
- খ.সান্ধ্য ভাষা
- গ.আলো আঁধারি ভাষা
- ঘ.সান্ধ্যসংকেত
উত্তরঃ গ
প্রশ্নঃ'চর্যাপদ' কোন ধর্মালম্বীদের সাহিত্য?
- ক.সনাতন হিন্দু
- খ.সহজিয়া বৌদ্ধ
- গ.জৈন
- ঘ.হরিজন
উত্তরঃ খ
প্রশ্নঃচর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?
- ক.বৌদ্ধধর্ম প্রচার
- খ.কাহিনী বর্ণনা
- গ.দেহতত্ত্ব
- ঘ.বৌদ্ধধর্মের গূঢ় তত্ত্বকথা
উত্তরঃ ঘ
প্রশ্নঃচর্যাপদ নেপালের কোথা থেকে আবিষ্কৃত হয়?
- ক.রাজধানী থেকে
- খ.পল্লী থেকে
- গ.রাজগ্রন্থাগার থেকে
- ঘ.গোয়ালঘর থেকে
উত্তরঃ গ
প্রশ্নঃচর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত?
- ক.আট
- খ.দশ
- গ.চার
- ঘ.চৌদ্দ
No comments:
Post a Comment
Thanks for your Comment